• সমগ্র বাংলা

রাণীনগরে মাঠ দিবস

  • সমগ্র বাংলা
  • ২৮ অক্টোবর, ২০২৪ ১২:০৭:৩৮

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে নিরাপদ মৎস্য উৎপাদনে প্রোবায়োটিক ব্যবহারে প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক প্রদর্শনী প্লটের মাঠ দিবস অনুীষ্ঠত হয়েছে। রবিবার বিকেলে রাণীনগর উপজেলার আতাইকুলা গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমীর বাস্তবায়নে জেলার সদর, রাণীনগর, আত্রাই ও বগুড়ার আদমদীঘি উপজেলায় “নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ (আরএমটিপি)” শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

মাঠ দিবসে রাণীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় মৌসুমী আরএমটিপি প্রকল্পের মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার আব্দুর রউফ পাভেল, এভিসিএফ সাইদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় মাছ চাষীদের নিরাপদে, কম খরচ ও কম পরিশ্রমে কিভাবে মাছ চাষ করে অধিক লাভবান হওয়া যায় সেই বিষয়ে সম্মুখ ধারণা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo