• সমগ্র বাংলা

নওগাঁয় আশা শিক্ষা কর্মসূচির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা
  • ২৩ অক্টোবর, ২০২৪ ১২:৩৫:৩৩

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র শিক্ষা কর্মসূচির আওতাভুক্ত নওগাঁর পত্নীতলায় গগনপুর শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩অক্টোবর) সকাল ১০ টায় আশা গগনপুর ব্রাঞ্চ এর উদ্যোগে গগণপুর উচ্চ বিদ্যালয় পাঠদান কেন্দ্রে প্রধান শিক্ষক মো: মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে  সহকারী প্রধান শিক্ষক মো: বকুল হোসেনের সঞ্চালনায়  , প্রধান অতিথির বক্তব্য রাখেন আশা'র নওগাঁ জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট  ম্যানেজার, মোঃ মামুন অর রশিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন  সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ শামীম হোসেন।

আরও বক্তব্য রাখেন  অভিভাবক সন্ধ্যা রানী ও  আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন  জনতা ব্যাংক গগনপুর শাখার ব্যবস্থাপক মো: বাবলু রহমান, সহকারী শিক্ষক মো:আনোয়ার হোসেন, মো:বকুল হোসেন, এবং মো:চয়েন উদ্দীন,আশা'র গগনপুর ব্রাঞ্চ ম্যানাজর মোঃ হেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ ,সাংবাদিবৃন্দ প্রমূখ।

বক্তব্যে আশা’র সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ২০১১ সাল থেকেই আশা শিক্ষা কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে কাজ করে আসছে। প্রাথমিক বিদ্যালয়ের শিশু-৫ম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে পাঠদান কেন্দ্র ও দেশব্যাপী মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ-৮ম শ্রেণির পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও ঝরে পড়া রোধে কর্মসূচি হাতে নিয়েছে।

এতে অসহায় ও হতদরিদ্র শিক্ষার্থীর ফ্রি টিউশনির সেবাসহ শিক্ষা উপকরণের জন্য সকল ব্যবস্থা করা হবে। শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতনার সাথে এগিয়ে আসতে হবে, প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে এই কর্মসূচি বিশেষ ভূমিকা রাখতে পারবে। এসময় আশা শিক্ষা কর্মসূচি নিয়ে অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা তাদের মতামত ব্যক্ত করেন।

মন্তব্য ( ০)





  • company_logo