• সমগ্র বাংলা

চট্টগ্রাম বন্দরে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিশেষ অভিযানে আর্থিক জরিমানা

  • সমগ্র বাংলা
  • ১৬ অক্টোবর, ২০২৪ ১৭:৪২:২৬

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি: আজ ১৬ অক্টোবর  বুধবার সকাল ১১.৩০টা হতে দুপুর ২.০০টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাদিয়া আফরিন-এর নেতৃত্বে একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

উক্ত মোবাইল কোর্টে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে অবস্থিত এভারেস্ট এন্টারপ্রাইজ-এর ১২টি  বিভিন্ন ধরনের মোটরযান-কে (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট-এর মেয়াদ উত্তীর্ণ থাকায়) ১,২০,০০০ হাজার টাকা জরিমানা করা হয় (ফিটনেস না থাকায় - ৬০,০০০/-, ট্যাক্স টোকেন না থাকায় - ২৪,০০০/- এবং রুট পারমিট না থাকায় - ৩৬,০০০/-)।

এই অভিযানে বিআরটিএ, চট্টগ্রামের পক্ষে উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্ট মেট্রো -১ সার্কেলের মোটরযান পরিদর্শক জনাব ফাহাদ শিকদার, বিআরটিএ , চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারি আল-ফরহাদ ও এমিল চাকমা । সড়ক নিরাপত্তা সংক্রান্ত এই বিশেষ অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন বন্দর থানা পুলিশ ও ট্রাফিক জোন বন্দর ।

 

মন্তব্য ( ০)





  • company_logo