• সমগ্র বাংলা
  • লিড নিউজ

হত্যা মামলায় বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি ৩ দিনের রিমান্ডে

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ১৫ অক্টোবর, ২০২৪ ২০:৪০:৩৯

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্র আবু রুহানী হত্যা মামলায় বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম তাসকিনুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে ২০১৩ সালে সংঘটিত এই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া ডিবি পুলিশের এসআই জিয়াউর রহমান জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ জানুয়ারি বগুড়া শহরের ফুলবাড়ি ভান্ডারি স্কুলের সামনে বগুড়া সরকারি আজিজুল হক কলেজছাত্র আবু রুহানীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এদিকে ৫ আগস্টের পর থেকে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা পলাতক থাকলেও গত ৭ অক্টোবর রাজশাহী লক্ষীপুর থেকে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। বৈষমবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ইতিমধ্যেই একাধিক হত্যা ও হত্যা চেষ্টা মামলায় আসামী করা হয়েছে সজীব সাহাকে। গ্রেফতারের পর এটিই তার প্রথম রিমান্ড, আদালত সূত্র বলছে আরো বেশ কয়েকবার রিমান্ডে আনা হতে পারে জেলা ছাত্রলীগের এই নেতাকে। 

মন্তব্য ( ০)





  • company_logo