ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কমলপুর কৈজুরী সড়কটি পাকা না হওয়ায় ভোগান্তি বাড়ছে। বৃষ্টি হলেই এই সড়ক দিয়ে যাতায়াত করতে হাজারো মানুষকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। খানাখন্দে ও কাদার ভরা সড়কটি পাকা করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয় কয়েক শতাধিক গ্রাম বাসি।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে কমলপুর কৈজুরী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, কমলপুর থেকে কৈজুরী পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা জনদুর্ভোগে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই হাঁটু সমান কাদাপানির সৃষ্টি হয়। এতে যানবাহন তো দূরের কথা হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা না হওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।
স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, সড়কটি পাকা করার দাবিতে বিভিন্ন সময় আমরা দাবি জানিয়ে আসছি কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সড়কটি পাকা করার দাবিতে আজ মানববন্ধন করছি।
স্থানীয় গৃহবধু আলেয়া বলেন, ৩০ বছর ধরে আমরা শুনছি সড়ব পাকা হবে, কিন্তু এখন পর্যন্ত হয় নি। সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পরেছে।
স্থানীয় মহিলা ইউপি সদস্য সুরোভী আক্তার বলেন, রাস্তা দিয়ে হাটা চলাচল করতে পারি না। আমরা রাস্তাটি দ্রুত সংস্কার করার দাবি জানাই। আমি নিজে কোন জায়গায় যাওয়ার অবস্থা নেই। মানুষজন আমাদের প্রশ্ন করে রাস্তা ঠিক হচ্ছে না কেন, রাস্তা পাকা হচ্ছে না কেন।
দলিল উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার এ বেহাল অবস্থা, সবাই বলে ঠিক করে দিবে কেও করে দেয় নি। বৃষ্টির দিনে এলাকায় কোন আত্নীয় আসতে চায় না।
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাল...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে রেলপথে ফেন্সিডিল আনার পথে ২০ ব...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে চাঁদাবাজি মামলায়...
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় আমড়াতলী ম...
মন্তব্য ( ০)