ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (১০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) শরিফ উদ্দিন। এর আগে গতকাল রাতে সদরের সংগলশী ইউনিয়নের দক্ষিণ বালাগ্রাম ও আজ সকালে চড়াইখোলা ইউনিয়নের কামারপাড়া থেকে মাদকসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সদরের সংগলশী ইউনিয়নের বালাগ্রাম এলাকার বাসিন্দা মজিবর রহমান (৫৪),চড়াইখোলা ইউনিয়নের কামারপারা বেংমারী এলাকার মৃত আব্বাস আলীর ছেলে মন্টু মিয়া।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে মজিবর রহমানের বাড়ি থেকে ৫ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।অপরদিকে আজ সকালে মন্টু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিছানার নিজ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) শরিফ উদ্দিন বলেন, মাদক আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ট্রাকের ...
কিশোরগঞ্জ প্রতিনিধি: অন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে অবসর প্রাপ্ত শিক...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ১৭ বছর পর উপজেলা, ...
মন্তব্য ( ০)