• অপরাধ ও দুর্নীতি

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা বৃহত্তর দিনাজপুরে দালালসহ আটক ৫

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৮ অক্টোবর, ২০২৪ ১৯:১৮:০৩

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাবার চেষ্টার সময় একজন মানবপাচারকারী দালালসহ ৫জনকে আটক।করেছে বিজিবির ৪২ ব্যাটালিয়ের সদসস্যরা। আজ মঙ্গলবার সকালে দিনাজপুরের বিরল এবং ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ সীমান্তে পৃথক ওই অভিযান চালিয়েছে তারা।  

বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলামের উদ্ধৃতি দিয়ে বিজিবির জন সংযোগ বিভাগের কর্মকর্তা শরিফুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আটক ৫ জনে মধ্যে আজ সকাল ১০টার দিকে দিনাজপুরের বিরলের ৮নং ধর্মপুর ইউনিয়নের কারুলিয়াপাড়া এলাকায় বিজিবির ৪২ ব্যাটালিয়নের এনায়েতপুর বিওপি’র সীমান্ত পিলার ৩২১/ সাব পিলার ৪-এস এর বাংলাদেশি অংশে একজন মানবপাচারকারী দালালসহ ২ জনকে আটক করেছে টহল দলের সদস্যরা।

আটক ৩ জনের মধ্যে দালাল গৌতম সরকার (৪২) বিরলের কালিয়াগঞ্জের বামনগাঁও গ্রামের মহেশ চন্দ্রের ছেলে। অন্য দুজন হলো বিরলের সেনগাও গ্রামের ভুবেন্দ্রনাথের ছেলে জীবন কুমার রায় (১৪) এবং একই এলাকার কালু রায়ের ছেলে চয়ন কুমার (১৯)।

এছাড়াও দুপুরের দিকে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের ১১ নম্বর বৈরচুনা ইউনিয়নের ভবানীপুর এলাকার সীমান্ত পিলার ৩৩৩/ সাব পিলার ২-এস কাছে আরো ২জনকে আটক করেছে বিজিবির একই ( ৪২ ব্যাটালিয়নের) চান্দেরহাট বিওপি’র সদস্যরা।

আটক দুই বাংলাদেশী মধ্যে রনি চন্দ্র (১৬) বোচাগঞ্জের রনগাঁও গ্রামের মৃত গনেশ চন্দ্র রায়ের ছেলে এবং অর্জন চন্দ্র রায় (১৬) একই এলাকার সুপেন চন্দ্র রায়ের ছেলে।

মামলা দায়েরসহ আটককৃতদের সংশ্লিষ্ট থানায় তুলে দিয়েছেন বিজিবির কর্মকর্তারা।

মন্তব্য ( ০)





  • company_logo