• অপরাধ ও দুর্নীতি

ফেনীতে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর অভিযোগ, গ্রেপ্তার ৪

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৭ অক্টোবর, ২০২৪ ১৭:০৫:১৮

প্রতীকী ছবি

ফেনী প্রতিনিধি : ফেনীতে পারিবারিক কলহের জেরে সন্তান ও স্ত্রীর ছুরিকাঘাতে মো. ইলিয়াছ (৪৮) নামে এক অটোরিকশা চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। 

রবিবার (৬ অক্টোবর) জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব পাঠানগড় আম্বর আলী পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।  

এ ঘটনায় নিহতের দুই ছেলে শাহ ফরান আসিফ (২০), সাখাওয়াত হোসেন রাকিব (১৮) এবং হত্যার ঘটনায় সহযোগিতা করার অভিযোগে নিহতের স্ত্রী কহিনুর বেগম (৪০) ও পুত্রবধূ কামরুন্নাহার পান্নাকে (১৮) আটক করেছে ছাগলনাইয়া থানা পুলিশ। 

নিহতের ভাই মো. ওমর ফারুক বলেন, ইলিয়াছ মাদক সেবন করে এসে প্রায়ই স্ত্রী ও ছেলেদের সঙ্গে মাতলামি করতো। রবিবার রাত ৮টার দিকে সে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি এসে কহিনুর বেগমকে মারধর করে। এ সময় ইলিয়াছের সঙ্গে ছেলেদের বাকবিতণ্ডা হয়। এরপর রাত ২টার দিকে তাকে ছেলেরা হাসপাতালে নিয়ে যায়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। 

বিষয়টি ছাগলনাইয়া থানা পুলিশ অবগত হলে সোমবার সকালে নিহতের বসতঘর থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। 

এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে সন্তানদের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর বিষয়ে সত্যতা পাওয়া গেছে। 

নিহতের বুকে-পিঠে ও কানের নিচে ক্ষত চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডে সহযোগিতা করার অভিযোগে নিহতের স্ত্রী ও পুত্রবধূসহ দুই সন্তানকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান নজরুল ইসলাম। 

মন্তব্য ( ০)





  • company_logo