• অপরাধ ও দুর্নীতি

অবৈধভাবে সীমান্ত অতিক্রম, বিরল সীমান্তে দুজনকে আটক

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৫ অক্টোবর, ২০২৪ ১১:৫০:০৬

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ২ জনকে আটক করেছে বিজিবির সদস্যরা। আজ শুক্রবার ভোরে ধরা পড়েছে তারা।

জানা গেছে,  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুরের বিরলের ৬ নং ভান্ডারা ইউনিয়নের নোনাগ্রাম এলাকায় দুই বাংলাদেশী নাগরিককে আট করেছে বর্ডার গার্ডের ৪২ ব্যাটালিয়নের কিশোরীগঞ্জ বিওপি'র টহল দলের সদস্যরা।

আটক দুজনের মধ্যে মেগনেট রায় (২৫) দিনাজপুরের বোচাগঞ্জের মুশিদহাটের (মিলরোড)  রামা রায়ের ছেলে এবং 

লিখন রায় (১৯) নীলফামারী সদরের পলাশবাড়ীর প্রফুল্ল রায়ের ছেলে। 

বর্ডার গার্ডের ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম পিএসসি জানিয়েছেন আজ শুক্রবার ভোর ৫ টার দিকে

 মেইন সীমান্ত পিলার ৩৩১/ সাব পিলার ৪-এস এর ৫শত গজ বাংলাদেশের অভ্যন্তরে কিছু বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পারাপার করছিল। এসময় ২ জনকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বিরল থানায় হস্তান্তর করবেন তারা।

মন্তব্য ( ০)





  • company_logo