ছবিঃ সিএনআই
নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে ডিবি পুলিশ পরিচয়ে বিকাশ ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ উপজেলার পশ্চিম গজারিয়া গ্রামের ইনছাব আলীর ছেলে সুমন (৩২) ও সোলায়মান শেখের ছেলে শরীফুল ইসলাম (৩০)।
জানা যায়, গত মঙ্গলবার রাতে উপজেলার বাওয়ার কুমারজানি এলাকায় বিকাশ ব্যবসায়ী মিজানুর রহমান ও তার চাচাতো ভাই আরিফ বাড়ি ফেরার পথে ডিবি পুলিশের পোশাক পড়ে কয়েকজন লোক তাদেরকে হাত-পা ও মুখ বেঁধে একটি হাইস গাড়িতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণকারীরা তাদের কাছে থাকা নগদ ১ লাখ ৭৬ হাজার টাকা ও মোবাইল ব্যাংকিংয়ে থাকা টাকা ছিনিয়ে নিয়ে টাঙ্গাইলের ঘারিন্দা এলাকায় ফেলে রেখে যায়।
এরপর স্থানীয় কয়েকজন তাদেরকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেন। পরে গোড়াই ফাঁড়িতে অভিযোগ করলে অভিযান চালিয়ে ভুয়া ডিবিদের গ্রেপ্তার করে পুলিশ।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ চক্রের বাকি সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বোরো বীজের বরাদ্দে নেই কো...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দোতলা ভবনের এক...
ফেনী প্রতিনিধিঃ ঢাকায় সুন্নি ...
মন্তব্য ( ০)