• প্রশাসন

দিনাজপুরের রাজনৈতিক নেত্রীবৃন্দের সাথে ডিআইজির মত বিনিময়

  • প্রশাসন
  • ০২ অক্টোবর, ২০২৪ ২১:০৩:৫৩

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দের সাথে আইনশৃংখলা পরিস্থতি এবং আসন্ন শারদীয় দূর্গাপুজা সুষ্ঠুভাবে সম্পন্নে মত বিনিময় করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। আজ বুধবার ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে। 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার নাজমুল হাসান, পিপিএম-সেবা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার  আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার  আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার  মোসফেকুর রহমান,  অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ জিন্নাহ আল মামুন। রাজনৈতিক দলের মধ্যে বিএনপি জামায়াতী ইসলামী,  বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, হেফাজতে ইসলামের স্হানীয় নেত্রীবৃন্দ।

আইনশৃংখলা রক্ষাসহ আসন্ন শারদীয় দূর্গাপুজা  সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পালন করতে সকল রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার পাশাপাশি সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন ডিআইজি আমিনুল ইসলাম। 

মন্তব্য ( ০)





  • company_logo