• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

মানব পাচার : ঠাকুরগাঁও সীমান্তে দালালসহ আটক ৪

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ০২ অক্টোবর, ২০২৪ ২০:৩১:৩২

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের বৈরচুনা সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময় মানব পাচারকারি ২ জন দালালসহ ৪ জনকে আটক করেছে বিজিবির ৪২ ব্যাটালিয়নের সদস্যরা।

দিনাজপুরস্হ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম পিএসপির উদ্ধৃতি দিয়ে বিজিবির সদর দপ্তরের জন সংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম শরিফ প্রেস বিজ্ঞপতিতে জানান, আজ বুধবার ভোর ৪ টার দিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের বৈরচুনা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় মানব পাচার চক্রের ২ জন দালালসহ ৪ জনকে আটক করেছে বিজিবি'র দিনাজপুরস্হ  ৪২ ব্যাটালিয়নের সদস্যরা।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪২ বিজিবি'র চান্দেরহাট বিওপি’র টহলদলের সদস্যরা  বৈরচুনা ইউনিয়নের ভবানীপুর নামক স্থানে সীমান্ত পিলার ৩৩৩/৩-এস এর কাছে ওই অভিযান চালায় । এসময় টহলদল ২ জন দালালসহ ৪ জনকে আটক করেছে।

এদের মধ্যে মানব পাচারকারী দালালচক্রের ২ সদস্য হলো ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ভবানীপুর লাঠোয়াপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ওবায়দুর রহমান (৫৫) এবং ইন্দ্রইল মোল্লাপাড়া গ্রামের সামছু উদ্দিনের ছেলে ওবাইদুর রহমান (৩৫)।

অবৈধভাবে ভাবে প্রবেশের সময় দিনাজপুরের বিরলের কাশিবাগ গ্রামের মৃত গোপাল মহন্তের ছেলে রিন্টু মহন্ত (৪০) এবং বোচাগঞ্জের রামপুর গ্রামের পবেন রায়ের ছেলে নিশিত রায় (৩৫) কে আটক করা হয়েছে। তবে তাদের ভারতে যাওয়া এবং ফিরে আসার কারন জানা যায়নি।

আইনগত ব্যবস্হা গ্রহনে মামলাসহ আটক ৪ জনকে সংশ্লিষ্ট পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo