ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে ক্যাডারদের প্রত্যাহারে ১ দফা দাবিতে দিনাজপুরের সরকারি বেসরকারি স্বাস্হ্য সেবা কেন্দ্রে দুপুর ১২ টা পর্যন্ত ৩ ঘন্টাব্যাপি কর্মবিরতি পালন করেছে নার্সরা। ক্যাডারদের স্হলে অভিজ্ঞ নার্সদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে ধর্মঘটি নার্সরা।
নাসিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ডাকে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেনারেল হাসপাতালসহ সরকারি বেসরকারি স্বাস্হ্য সেবা কেন্দ্রে টানা ৩ ঘন্টা ধর্মঘটের কর্মবিরতি পালন করেছে বিভিন্ন পর্য্যায়ের নার্সরা। তবে জরুরী বিভাগসহ কিছু কিছু ক্ষেত্র ধর্মঘটের আওতামুক্ত রেখেছিল তারা।
এক দফার দাবি আদায়ে ৯ সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে তারা।
আগামীকাল ২ অক্টোবর বুধবার দুপুর ২ টা পর্যন্ত টানা ৫ ঘন্টা ধর্মঘটের কর্মসূচি রয়েছে তাদের।
দাবি মেনে নিতে আজ ১ লা এবং আগামীকাল ২ রা অক্টোবরের ধর্মঘটের কর্মসূচিতে যাবার আগে ৩ দিনের মধ্যে দাবি মেনে নিতে সময়সীমা বেধে দিয়ে গত ২৪ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে করেছিলের পরিষদের কেন্দ্রীয় নেতারা।
অন্যদিকে নার্স ধর্মঘটের কারনে ভোগান্তিতে পোহাতে হয়েছে চিকিৎসকসহ চিকিৎসাধীন রোগীসহ স্বজনদের।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতির প্...
নড়াইল প্রতিনিধি: ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক ব...
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে মুক্ত...
নড়াইল প্রতিনিধিঃ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্ত...
মন্তব্য ( ০)