• সমগ্র বাংলা
  • লিড নিউজ

পাবনায় ভ্যানচালককে হত্যার অভিযোগ, পুকুর থেকে মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ০১ অক্টোবর, ২০২৪ ১৮:১৯:২৫

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার আতাইকুলায় রবিউল ইসলাম (৪৫) নামের এক ভ্যানচালকে হত্যার অভিযোগ উঠেছে। পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রবিউল পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার রাহেন ইসলামের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি হাবিবুল ইসলাম জানান, আতাইকুলা থানার আর-আতাইকুলা ইউনিয়নের তৈলকুপি গ্রামের হাইওয়ে রোডের পাশে একটি পুকুরে মরদেহ ভাসতে দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় ব্যাটারিচালিত অটোরিক্সাটি ছিনতাইয়ের পরে তাকে হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo