• অপরাধ ও দুর্নীতি

দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৫

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:২৮:২১

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় একজন শিশুসহ ৫ জনকে গেল শনিবার রাতে আটক করেছে বিজিবি। আটককৃতদের আজ রবিবার বিরল থানা পুলিশে তুলে দিয়েছেন তারা।

জানা গেছে,  ২৯ সেপ্টেম্বর মধ্যরাতে জেলার বিরলের রামচন্দ্রপুর সীমান্তে দুই জন নারী দুই জন পুরুষ এবং একজন শিশুকে আটক করে    ৪২  ব্যাটালিয়নের বিজিবি'র রামচন্দ্রপুর বিওপির টহল দলের সদস্যরা।

বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম পিএসসি জানান, মেইন সীমান্ত পিলার ৩২৯/ সাব পিলার ৮-এস এর ৩শত গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌচুষা গ্রামের দীপাপাড়ায় ৫ জনকে আটক করেছেন তারা।

 আটককৃত বাংলাদেশীরা হলো দিনাজপুরের খানসামা উপজেলার টাংগুয়া গ্রামের বাসিন্দা প্রভাস চন্দ্র রায়ের ছেলে শ্রী পঞ্চনন চন্দ্র রায় (৩৩), তার স্ত্রী তাপসী রানী রায় (২৮), ৩ বছর বয়সি শিশু দীপ্ত চন্দ্র রায়। এছাড়াও বীরগঞ্জের সুজালপুর গ্রামের পরেশ চন্দ্র রায়ের ছেলে শ্রী তপু চন্দ্র রায় (১৯) এবং রাজশাহী জেলার গোদাগাড়ীর বৃন্দাবনপুর গ্রামের আদিবাসী নৃ- তাত্তিক ক্ষুদ্র জাতিসত্তা পরিবার হরেন হেম্রমের মেয়ে পাওলিনা হেম্রম(১৪)।

অবৈধভাবে সীমান্ত পারাপারে দায়ে মামলা দায়েরসহ আটককৃতদের বিরল থানা পুলিশে হস্হান্তর করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo