• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে প্রধান শিক্ষককে বের করতে গিয়ে গ্রেফতার-৩

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৯ সেপ্টেম্বর, ২০২৪ ২১:৫৬:৩৮

প্রতীকী ছবি

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোঁচা আলেয়া আজম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদকে বিদ্যালয় থেকে বের করে দিতে বিদ্যালয়ের তালা দিয়ে বিক্ষোভ করার এসময় তিন জনকে আটক করেছে সেনাবাহিনী সদস্য।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়ে পুলিশ। 

এর আগে গতকাল দুপুরে উপজেলার ফুলকোঁচা ইউনিয়নে আলেয়া আজম উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ করার সময় তিন জনকে আটক করে সেনাবাহিনী। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে তাঁদেরকে আটক করে থানা নিয়ে আসে।

আটককৃতরা হলেন- উপজেলা চরবানী পাকুরিয়া ইউনিয়নের সাবেক যুবদলের যুগ্ম আহবায়ক-মোহাম্মদ আরিফুল ইসলাম (৩৮), মোঃ আশরাফুল আলম (৪০) এবং ওই ইউনিয়নের ছাত্রদলের সহ-সভাপতি বাবুল হোসেন (২৪)।

খোঁজখবর নিয়ে জানা গেছে,'কিছুদিন ধরে ফুলকোচা আলেয়া আজম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মো. হারুনুর রশিদকে অপসারণ দাবিতে মানববন্ধন বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তবে রোববার সকালে স্থায়ী কিছু লোকজন বিদ্যালয় তালাবদ্ধ করেন। পরে সেনাবাহিনীর একটি দল গিয়ে তালা খুলে দিলে বিদ্যালয়ে শিক্ষার্থীরা ঢুকে ক্লাস শুরু করেন। দুপুর বারোটার দিকে প্রধান শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দিতে বিক্ষোভ শুরু হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবার সেনাবাহিনী কে খবর দিলে ছত্রভঙ্গ করে দেন। এসময় তিন জনকে আটক করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ওই তিনকে আটক করে থানা নিয়ে আসে।

ফুলকোঁচা আলেয়া আজম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ বলেন, সকালে স্থায়ী কিছু লোকজন বিদ্যালয় তালাবদ্ধ করেন। পরে সেনাবাহিনীকে খবর দেওয়া হলে তালা খুলে দিলে বিদ্যালয়ে শিক্ষার্থীরা ঢুকে ক্লাস শুরু করেন। দুপুর বারোটার দিকে আবারও বিক্ষোভ শুরু হয়। পরে আমি কোনো উপায় না পেয়ে আবারও সেনাবাহিনী কে খবর দিলে ছত্রভঙ্গ করে দেন। আমি মামলা দায়ের করেছি। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, তাঁদের নামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামলা দায়ের করেছে। তিনজন আটক আজ আদালতে পাঠানো হয়েছে। 

মন্তব্য ( ০)





  • company_logo