• অপরাধ ও দুর্নীতি

গাজীপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষক গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৯ সেপ্টেম্বর, ২০২৪ ২০:১৮:০৩

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মো. লুৎফুর রহমান (৩৮) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারি শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর মিয়া। এর আগে গতকাল (০৮ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে রাতে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত শিক্ষকের মো. লুৎফুর রহমান উপজেরার বিবাদীয়া গ্রামের মৃত আব্দুল মান্নান মাস্টারের ছেলে। 

ওসি আরো জানান, ভুক্তভোগ শিক্ষার্থীর বাবা তার মেয়ের শ্লীলতাহানি ও কুপ্রস্তাবসহ নানা অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। সকালে তাকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শিক্ষার্থীর বাবা জানায়, আমার মেয়ে বিদ্যালয় ছুটির পর পার্শ্ববর্তী একটি কিন্ডারগার্টেনে লুৎফুর রহমান মাস্টারের নিকট প্রাইভেট পড়ে।

কিন্তু লুৎফুর প্রায় সময়ই প্রাইভেট পড়ানোর ফাঁকে তার হাতে থাকা বেত দিয়ে আমার মেয়ের শরীরের বিভিন্নস্থানে খোঁচা দিয়ে আসতে থাকে। এর জের ধরে গত ২৮ আগস্ট প্রাইভেট পড়ানোর সময় লুৎফুর মাস্টার আমার মেয়ের গোপন জায়গায় স্পর্শ করে এবং মেয়েকে বিভিন্ন কুপ্রস্তাব দেয়। এরই প্রেক্ষিতে গত ৪ সেপ্টেম্বর প্রাইভেট পড়ানোর সময় আমার মেয়েকে আলাদাভাবে পিছনে বসিয়ে শরীরের বিভিন্ন জায়গায়সহ বুকে ও তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে কুপ্রস্তাব দেয়।

লুৎফুররের এমন কাণ্ডে আমার মেয়ে কান্নাকাটি করতে করতে প্রাইভেট পড়া বাদ দিয়ে বাড়িতে এসে কান্নাকাটি শুরু করে। এসব বিষয় আমার স্ত্রী জানতে পারে। আমি ও আমার স্ত্রী মেয়ের মুখ থেকে ঘটনার বিস্তারিত শুনে থানায় অভিযোগ করি।

মন্তব্য ( ০)





  • company_logo