ছবিঃ সিএনআই
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের বড় হাতুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন মজুমদারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা। গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্কুল মাঠে এ বিক্ষোভ করেন তারা। বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, আমরা কোনো স্বৈরাচার প্রধান শিক্ষক চাই না। দুর্নীতিবাজ প্রধান শিক্ষিককে অতি দ্রুত পদত্যাগ করতে হবে। লম্পট মোঃ জাহাঙ্গীর স্যারের’ হাত থেকে মুক্তি ও তার বিচার চাই।স্কুলের নবম শ্রেণির এক ছাত্রী বলেন, আমাদের স্যার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অত্যাচার করতেন। স্যার ক্লাসেও মেয়েদের নিয়ে বাজে মন্তব্য করেন। স্যার অফিসে বসে ধুমপান করতেন ৷ তিনি প্রধান শিক্ষক হয়ে যদি এমন কর্মকান্ড করেন; আমরা শিখব কার কাছ থেকে।
প্রধান শিক্ষিকের নামে টাকা আত্মসাতেরও অভিযোগ আছে। এমন দুর্নীতিবাজ ও লম্পট শিক্ষকের পদত্যাগ চাই। সকাল ১০ টা থেকে আমরা এখানে অবস্থান করছি। বহিরাগতরা আমাদের গায়ে হাত উঠিয়েছেন এবং নানা হুমকি ধমকি দিচ্ছেন। এই ছাড়া তিনি শিক্ষক লাঞ্ছিত করারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। এই বিষয়ে অভিযুক্ত বড় হাতুয়া প্রধান শিক্ষককের মুঠোফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। জানা গেছে বিদ্যালয়টির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এমং মারমা মং। তাৎক্ষণিক তাকে বিষয়টি অবগত করলে তিনি দ্রুত সময়ে এসে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের আইনী প্রক্রিয়া আশস্থ করেন।
শিক্ষার্থীদের গায়ে যারা হাত তুলেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দ্রুত প্রক্রিয়ার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং তদন্ত কমিটি গঠন করে দেন। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং বলেন, এই বিষয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতির প্...
নড়াইল প্রতিনিধি: ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক ব...
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে মুক্ত...
নড়াইল প্রতিনিধিঃ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্ত...
মন্তব্য ( ০)