ছবিঃ সিএনআই
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আইন ও ভূমি প্রশাসন অনুষদের নোভাস-৫ কর্তৃক আয়োজিত নৈর্ঋত-৪ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক মো. আব্দুল লতিফ। এছাড়াও উপস্থিত ছিলেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের বিভাগীয় চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আব্দুর রহিম, সহযোগী অধ্যাপক আবুবকর সিদ্দিক, সহকারী অধ্যাপক মো. রেজাউল ইসলাম ও সহকারী অধ্যাপক সউদ বিন আলম। উপস্থিত ছিলেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের বিদায়ী শিক্ষার্থীবৃন্দ এবং ৫ম ব্যাচ, ৬ষ্ঠ ব্যাচ ও ৭ম ব্যাচ ও ৮ম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত ও গীতাপাঠ করা হয়। অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রমে বিদায়ী বক্তব্য রাখেন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। এরপর বিদায়ী ব্যাচের পক্ষ থেকে অনেকে তাদের আবেগঘন বক্তব্য এবং বিশ্ববিদ্যালয়ের এই অন্তিম মুহূর্তে এসে বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন।
কক্সবাজার প্রতিনিধিঃ টেকনাফ ২ বিজিবি"র অভিযান ...
নিউজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্য...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ আবরার ফাহাদের ৫ম শ...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় মাদকসেবন ও পরিব...
মন্তব্য ( ০)