• প্রশাসন

সৈয়দপুরে অতিরিক্ত পুলিশ সুপার ও ওসিকে প্রত্যাহার

  • প্রশাসন
  • ৩১ আগস্ট, ২০২৪ ১৭:২৪:০৩

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল কল্লোল রায় ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ আলমকে প্রত্যাহার করা হয়েছে।শনিবার(৩১ আগস্ট)দুপুরে জেলা পুলিশ সুপার মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সুপার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের প্রহ্যাতার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়।প্রসঙ্গত,কোটা বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক শিক্ষার্থীকে তুলে এনে নির্যাতন করে পুলিশ। পরে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রচার হলে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo