ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ বরাবরই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। সম্প্রতি দেশে ঘটে যাওয়া ছাত্র আন্দোলনেও পূর্ণ সমর্থন ছিল তার, নেমেছিলেন রাজপথেও। এবার কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ-হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার ঘটনার প্রতিবাদে শামিল হয়েছেন তিনি, বেঁধেছেন গান।জানা গেছে, ‘জাস্টিস ফর আর জি কর, মেয়েরা রাত দখল কর’ শিরোনামে একটি গান প্রকাশ করেন সায়ান। সেই গানের কথায় কথায় প্রতিবাদ জানিয়েছেন সায়ান। গানটি প্রকাশ করেন তার ফেসবুক পেজে, শেয়ারও হচ্ছে প্রতিনিয়ত।
মন্তব্য ঘরে সাধুবাদ জানাচ্ছেন কলকাতার শিল্পীরাও।জীবনমুখী বা প্রতিবাদী গান গেয়ে সংগীতপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন সায়ান। গানের সুরে তিনি তুলে ধরেন সমাজের নানা বৈষম্য আর অনিয়মের কথা।প্রসঙ্গত, গত ৮ আগস্ট দিবাগত রাতে আর জি কর মেডিক্যাল কলেজে ধর্ষণের পর খুন করা হয় এক তরুণী চিকিৎসককে।
ওই তরুণীর গলার একটি হাড় ভাঙা ছিল। তাই প্রাথমিক ধারণা, গলা টিপে হত্যা করা হয় তাকে। পরে শরীরে মোট দশ স্থানে ক্ষত পাওয়া যায়; পাওয়া যায় ভয়ঙ্কর কিছু আলামত। সে থেকেই বিক্ষোভে ফেটে পড়ে পুরো পশ্চিমবঙ্গ। একইসঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষের পাশাপাশি তারকা মহলেও বইছে প্রতিবাদের ঝড়।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)