ছবিঃ সিএনআই
বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় আয়োজন ‘আনন্দমেলা’। প্রতি বছর এই আয়োজনের মাধ্যমে কয়েক হাজার বাঙালির সমাবেশ ঘটে। প্রতিবারই এতে অংশ নেন বাংলাদেশের একঝাঁক তারকাশিল্পী। প্রবাসী আমেরিকানদের নেচে গেয়ে মাতিয়ে আসেন তারা। গত ২০ ও ২১ জুলাই এবারের ‘আনন্দমেলা’ অনুষ্ঠিত হয়েছে।
এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন মার্কিন কংগ্রেস সদস্য জোডি চো এবং মেয়র ভারগেস মাইকেল। মোফাসসাল আলিফ এবারই প্রথম আমন্ত্রিত হয়েছেন এবং পেয়েছেন বেস্ট ড্যান্সার এ্যান্ড কোরেওগ্রাফার অ্যওয়ার্ড। পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে আলিফ বললেন, এ এক অসাধারণ অনুভুতি! ময়মনসিংহের একটা প্রত্যন্ত গ্রাম থেকে আজ আমি আমেরিকায়। যেটি আমার নাচের জন্যই হয়েছে। যারা বলতো নাচ করে কি হবে, তারা অনুপ্রানিত হবে হয়তো। প্রসঙ্গত, ‘আনন্দমেলা’র পরিচালনা ও সমন্বয় করেন খান মোহাম্মদ আলী।
নিউজ ডেস্কঃ পুলিশ ও দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০৩ ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্থানে ছাত্রদলের...
রংপুর ব্যুরো: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ...
মন্তব্য ( ০)