• স্বাস্থ্য

অবশেষে চিকিৎসক সংকট মুক্ত হলো নওগাঁ সদর হাসপাতাল

  • স্বাস্থ্য
  • ০৮ আগস্ট, ২০২৪ ১১:১৮:১৭

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: অবশেষে দীর্ঘদিন পর চিকিৎসক সংকটের হাত থেকে রেহাই পেলো নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। গত ৩আগস্টে নওগাঁ মেডিকেল কলেজের ১ম ব্যাচের ২৭জন ইন্টার্ন চিকিৎসক শিক্ষানবিশ হিসেবে আগামী ১বছরের জন্য হাসপাতালে যোগদান করেছেন। এই চিকিৎসকরা আগামী এক বছর হাসপাতালে প্রশিক্ষণ গ্রহণ করবেন। ফলে এখন থেকে দিন-রাত ২৪ঘন্টাই হাসপাতালের ইনডোরের বিভিন্ন বিভাগে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক সেবা প্রদান করবেন।

এতে করে হাসপাতালে আসা কোন রোগীকে আর চিকিৎসক সংকটে ভুগতে হবে না। এটি পুরো নওগাঁবাসীর জন্য একটি বড় সুখবর বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নওগাঁর সচেতন মহল। নওগাঁ ২৫০শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা: জাহিদ নজরুল চৌধুরী, বিপিএএ বলেন জেলা সদর হাসপাতালে বছরের পর বছর চিকিৎসক সংকট লেগেই থাকতো। কিন্তু বর্তমানে আর নেই। ইতিমধ্যেই নওগাঁ মেডিকেল কলেজের ১ম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ সম্পন্ন করেছি। শিক্ষানবিশ ২৭জন চিকিৎসক আগামী এক বছর সদর হাসপাতালে প্রশিক্ষণ গ্রহণ করবেন। এই ২৭জন চিকিৎসক বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের আওতায় হাসপাতালের অভ্যন্তরে পর্যায়ক্রমে চিকিৎসা সেবা প্রদান করবেন।

তিনি আরো বলেন এখন থেকে হাসপাতালে এসে আর কোন রোগীকে চিকিৎসকের অভাবে বসে থাকতে হবে না। বড় ধরণের কোন সমস্যা ছাড়া অন্যত্র রেফার্ডও করা হবে না। আধুনিক হাসপাতালে এখন থেকে আধুনিক চিকিৎসা সেবা খুব সহজেই পাওয়া যাবে। যেহেতু নওগাঁ মেডিকেল কলেজ থেকে প্রতি বছর ধারাবাহিক ভাবে ইন্টার্ন চিকিৎসকরা (শিক্ষানবিশ) প্রশিক্ষণ গ্রহণের জন্য সদর হাসপাতালে যোগদান করবেন সেহেতু আর হাসপাতালে চিকিৎসক সংকট হবে না। 

মন্তব্য ( ০)





  • company_logo