ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা 'আশা' দেশব্যাপী ১৫ হাজার মানুষের চিকিৎসা সেবা প্রদান করার লক্ষ্যে নিয়ে ফ্রি মেডিকেল আয়োজন করেছে।
তারই অংশ হিসেবে (১৭ ই ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১০ টা হতে দিন ব্যাপী, ফরিদপুরের মধুখালী উপজেলার বেলেশর স্বাস্থ্য উপকেন্দ্রে ফ্রী মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন আশার আঞ্চলিক ব্যবস্থাপক রামেন্দ্রনাথ মাতুবর।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেলেশ্বর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান কামাল, গাজনা ২ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান সহ অন্যান্যরা।
দিনব্যাপী আয়োজিত মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি ফিজিওথেরাপি সেবা, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে ঔষধ বিতরণ, এবং ৫ থেকে ১৬ বছর বয়সী কিশোর কিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়।
উল্লেখ্য, আশা কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি (CSR)কার্যক্রমের আওয়ায় বছরে কয়েক লক্ষ মানুষের স্বাস্থ্য, শিক্ষা ত্রাণ শীতবস্ত্র স্যানিটেশন ইত্যাদি সেবা প্রদান করে আসছে। যার অর্থ সংস্থার উদ্বৃত্ত তহবিল থেকে যোগান দেয়া হয়।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দোতলা ভবনের এক...
ফেনী প্রতিনিধিঃ ঢাকায় সুন্নি ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ট্রাকের ...
কিশোরগঞ্জ প্রতিনিধি: অন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বা...
মন্তব্য ( ০)