• স্বাস্থ্য
  • লিড নিউজ

 বর্ষাকালে এডিস মশার কামড় থেকে রক্ষা পেতে

  • স্বাস্থ্য
  • লিড নিউজ
  • ০৬ আগস্ট, ২০২৪ ১৮:৪১:১৪

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বর্ষাকালে ডেঙ্গুরোগে আক্রান্তের সংখ্যা বেড়ে যায়। আর ডেঙ্গুরোগের বাহক এডিস মশা। অনেকেরই ধারণা এ মশা শুধু দিনে কামড়ায়। তবে এ ধারণা কিন্তু ভুল, কারণ রাতেও এডিস মশা কামড়াতে পারে। এ মশা কখন সক্রিয় থাকে তা নিয়েও প্রাণিবিজ্ঞানী ও কীটতত্ত্ববিদদের মধ্যে মত-পার্থক্য আছে।

প্রাণিবিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুসারে, শুধু দিনের বেলাতেই নয় এডিস মশা সক্রিয় থাকে উজ্জ্বল আলোতেও। তবে এই মশা ভরদুপুরের চেয়ে আলো-আঁধারি বেশি পছন্দ করে।

আর তাই ভোর বা সূর্যোদয়ের সময় ও গোধূলি বা সূর্যাস্তের দিকে এ মশা কামড়াতে পারে। এমনকি রাতে কৃত্রিম আলো-আঁধারিতেও এডিস মশার কামড়ানোর ঝুঁকি আছে।

এডিস মশা মূলত স্বচ্ছ পরিষ্কার পানিতে ডিম পাড়ে। তাই ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার উপযোগী স্থানগুলোকে পরিষ্কার রাখতে হবে।

এডিস মশা চেনার উপায়

এডিস মশা কালোরঙা, এর পায়ে ও পাশে সাদা ডোরাকাটা থাকে। এডিস মশার মাথার পেছনে ওপরের দিকে কাস্তে ধরনের সাদা দাগ থাকে। বাকি মশাদের মাঝ বরাবর সাদা দাগ থাকে। এই দুটো দেখেই চিহ্নিত করা যায় এডিস মশাকে।

কীভাবে সতর্ক থাকবেন?

১. দিনের বেলা পায়ে মোজা ব্যবহার করতে পারেন।

২. ফুলহাতা জামা পরুন।

৩. শিশুদের ফুলপ্যান্ট বা পায়জামা পরাতে হবে।

৪. দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।

৫. মশাবিরোধী ক্রিম বা তেল শরীরের খোলা স্থানে ব্যবহার করুন।

৬. দরজা-জানালায় নেট লাগাতে হবে।

৭. মশা তাড়াতে স্প্রে, লোশন, ক্রিম, কয়েল, ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. ফুলদানি, অব্যবহৃত কৌটা, বাড়িঘরের আশপাশে যে কোনে পাত্রে জমে থাকা পানি পরিষ্কার করুন।

৯. ঘরের বাথরুমে কোথাও পানি জমাবেন না।

১০. বাড়ির ছাদে বাগানের টবে বা পাত্রে যেন পানি জমে না থাকে।

 

মন্তব্য ( ০)





  • company_logo