ফাইল ছবি
বিনোদন ডেস্কঃ ওজন কমিয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। কিন্তু একসময় চেহারার জন্য নানা ধরনের কটাক্ষের মুখে পড়তে হয় এ অভিনেত্রীকে। এ বিষয়ে একাধিকবার সামাজিকমাধ্যমে কথা বলেছেন তিনি। নিজের ওজন বৃদ্ধির নেপথ্যে শারীরিক অসুস্থতার কথাও তিনি বলেছেন। কিন্তু তারপরও কটাক্ষ তার পিছু ছাড়েনি। যদিও এটি ভারতীয় প্রথা— কারও সঙ্গে বহুদিন পর দেখা হলে, প্রথমেই তার চেহারা নিয়ে মন্তব্য করা হয়।
এর আগে আনন্দবাজারের এক সাক্ষাৎকারে বিদ্যা বালান জানিয়েছিলেন, ভারতে একটা চল রয়েছে। কারও সঙ্গে বহু দিন পর দেখা হলে, প্রথমেই তার চেহারা নিয়ে মন্তব্য করা হয়। তিনি বলেন, ভারতে একটা বিষয় দেখেছি। কেউ জানতে চায় না কেমন আছি। বরং বহু দিন পর দেখা হলে লোকে আগে মন্তব্য করেন— আরে কত মোটা হয়ে গেছ অথবা কত রোগা হয়ে গেছ। এ ছাড়া কি আর কিছু দেখতে পায় না মানুষ? এর থেকেই বোঝা যায়, কত অগভীরভাবে একজন মানুষকে আপনি দেখেন।
বিদ্যা আরও বলেন, এর থেকে একটা বিষয় স্পষ্ট— আপনি জানতেই চান না, মানুষটা আদৌ খুশি নাকি তিনি অবসাদগ্রস্ত। দেখুন, কেউ যদি আপনাকে বলে— ওজনটা কমিয়ে নিন, তাহলে তাকে বলবেন— দেখুন আপনিও নিজের বুদ্ধিটা বাড়িয়ে ফেলুন। বিদ্যা বলেন, আসলে আপনাকে কেউ-ই পুরোপুরি গ্রহণ করবেন না। যতক্ষণ না আপনি নিজেকে গ্রহণ করবেন।
উল্লেখ্য, বিদ্যাকে শেষ দেখা গেছে ‘দো অউর দো পেয়ার’ ছবিতে। এর আগে তার ছবি ‘নিয়ত’ ও ‘জলসা’ বিশেষভাবে সাড়া ফেলেছিল।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)