ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ মাঝে মধ্যে সামাজিকমাধ্যমের বদৌলতে তারকাদের ‘অন্য’ মেজাজ ভাইরাল হয়। এবার মেজাজ হারালেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। তবে এবার সংবাদ সম্মেলনে তিনি মেজাজ হারালেন। জনৈক সাংবাদিককে রীতিমতো হুমকি দিয়ে বললেন— যদি আপনি ভুল হন, তা হলে কিন্তু আমি আপনাকে টুকরো টুকরো করে ফেলব।‘বেদা’ ছবির মাধ্যমে আবারও জোরালো অ্যাকশন অবতারে পর্দায় হাজির হচ্ছেন অভিনেতা জন আব্রাহাম।
এ মুহূর্তে তার নতুন ছবি ‘বেদা’র প্রচার নিয়ে ব্যস্ত তিনি। সম্প্রতি ‘বেদা’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে জনৈক সাংবাদিকের এক প্রশ্নে মেজাজ হারান অভিনেতা জন। সাংবাদিকের উদ্দেশে এ অভিনেতা বলেন, ছবি না দেখে কীভাবে সিদ্ধান্ত নিচ্ছেন? আগে ছবিটি দেখুন, তারপর যা বলার বলবেন, মেনে নেব। জন আরও বলেন, কিন্তু তার পর যদি আপনি ভুল হন, তা হলে কিন্তু আমি আপনাকে টুকরো টুকরো করে ফেলব।
সামাজিকমাধ্যমে সাংবাদিককে হুমকির এ ঘটনা ভাইরাল হতে বেশি সময় লাগেনি। যদিও সবটাই হাসিমুখে বলেছেন বলে জানান এ অভিনেতা। ওই সাংবাদিক অভিনেতার কাছে জানতে চেয়েছিলেন— অভিনেতা পর পর একই ধরনের ছবিতে কেন অভিনয় করছেন? গত বছর ‘পাঠান’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ‘বেদা’ ছবির ট্রেলারেও অভিনেতার অ্যাকশন অবতার প্রকাশ্যে এসেছে। তাই তাকে এমন প্রশ্ন করা হয়।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)