ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলায় মেয়ের জামাইয়ের আঘাতে মারাত্নক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত হাজেরা বেগম (৫৫) উপজেলার তিল্লী ইউনিয়নের পাড়তিল্লী মতির মোড় এলাকার মৃত নায়েব আলী স্ত্রী।
নিহতের লাশ উদ্ধার করে শনিবার (৩ আগস্ট) দুপুরে সাটুরিয়া থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় নিহতের মেয়ের স্বামী মানিকগঞ্জ সদর উপজেলার উচুটিয়া গ্রামের মো: আলী হোসেন এর পুত্র মো: সাগর হোসেন (২৬) কে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
জানা গেছে, গত ১ আগস্ট শ্বশুর বাড়িতে বেড়াতে আসে সাগর। রাতে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কাঠের বাটাম দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন হাজেরাকে চিকিৎসার জন্য মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরবর্তী রোগীর অবস্থা খারাপ হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। সেখানে নেওয়ার পথে শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
তিল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ধলা জানায়, সাগর তার স্ত্রী ও দুই সন্তানের ভরন পোষন দিতো না বিষয়টি নিয়ে পারিবারিক কলহ লেগেই থাকতো। সাগরের স্ত্রী সন্তান নিয়ে কয়েক মাস ধরে মার সাথে পারতিল্লীতে থাকতো। বৃহস্প্রতিবার রাতে সাগর তার শ্বশুর বাড়িতে আসলে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা কাঠের খন্ড দিয়ে শাশুরির মাথায় আঘাত করলে গুরুতর আহত হয় হাজেরা।
তাকে চিকিৎসার জন্য মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে অবস্থা খারাপ হলে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শুক্রবার রাতে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন সাগরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
সাটুরিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহবুব আলম বলেন, খবর পেয়ে শনিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ের জামাইকে গ্রেফতার করা হয়েছে। সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট ...
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বোরো বীজের বরাদ্দে নেই কো...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দোতলা ভবনের এক...
মন্তব্য ( ০)