ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় স্মার্ট ল্যাব এন্ড কনসালটেশন সেন্টারে উদ্যোগে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে অসহায় দুস্থ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১০ টায় জেলার শহরের কলেজ রোড সংলগ্ন স্মার্ট ল্যাব এন্ড কনসালটেশনে এই ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করে।এসময় সকাল থেকে সাধারণ রোগীরা চিকিৎসা সেবা নিতে আসতে শুরু করে।বিশেষ করে সাধারণ রোগীদের মধ্যে ডায়াবেটিস, শ্বাসকষ্ট, শরীর ফোলা, হাত পা জ্বালাপোড়া সহ জ্বর কাশি রোগী ভীড় বেশি লক্ষ্য করা গেছে।
সেবা নিতে আসা সাধারণ রোগীরা বলেন,বড় ডাক্তারের কাছে চিকিৎসা নিতে গেলে ৫০০-১০০০ টাকা ভিজিট দিতে হয়। কিন্তু এই ডাক্তার ফ্রি চিকিৎসা দিতেছে তাই এই খবর শুনে চিকিৎসা নিতে এসেছি।এমনকি ডাক্তার সাহেব মনযোগ ভাবে আমাদের নানা সমস্যার কথা শুনে ওষুধ লিখে দেন।
স্মার্ট ল্যাব এন্ড কনসালটেশন সেন্টারে চেয়ারম্যান মো শরিফুর রহমান বলেন,অসহায় দারিদ্র্য মানুষরা চিকিৎসা জন্য ডাক্তারের ভিজিট জোগাড় করতে পারে না।আমরা সেই সকল অসহায় সাধারণ মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা দার খুলে দিয়েছি।তিনি আরও বলেন ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সারোয়ার ই আলম বলেন,আমাদের কাজেই মানুষের সেবা দেওয়া। তবে
অসহায় গরীব মানুষকে ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা দেওয়ার মাঝে এক ধরনের তৃপ্তি অনুভব করা যায়।আমরা সব সময় চেষ্টা করি মানুষের কল্যাণে করা করতে।
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ...
নিউজ ডেস্কঃ পাইপলাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বি...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জের শা...
মন্তব্য ( ০)