• শিশু সংবাদ

রাজারহাটে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

  • শিশু সংবাদ
  • ২৮ জুলাই, ২০২৪ ১৭:৫৪:০১

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ডোবার পানিতে পড়ে জিহাদ ইসলাম(৫) নামের এক শিশুর মৃত্যুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার(২৭ জুলাই) দুপুরে উপজেলার চাকিরপশার ইউনিয়নের চকনাককাটি গ্রামে।

জানা গেছে, ওই গ্রামের রাজু মিয়ার ৫ বছরের শিশু পুত্র জিহাদ সকলের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পিছনে ডোবার পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন তার ভাসমান লাশ ওই ডোবায় দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা এসে লাশ ডোবা থেকে উদ্ধার করে। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করেন।

রোববার(২৮ জুলাই) রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo