• সমগ্র বাংলা

দিনাজপুরের সীমান্তে ১৬ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

  • সমগ্র বাংলা
  • ২৬ জুলাই, ২০২৪ ২১:০৩:১৪

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর সীমান্ত পথে ভারতে পাচারের সময় ১৬ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধারের দাবি করেছেন বিজিবির ২০ ব্যাটালিয়। এব্যাপারে ২৬ জুলাই শুক্রবার বিকালে গন মাধ্যমকর্মীদের কাছে ব্রিফিং করে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন বিজিবি কর্মকর্তারা।

জানা গেছে, শুক্রবার ভোরে দিনাজপুরের বিরামপুরের দামোদরপুর সীমান্ত এলাকায় বিজিবির ২০ ব্যাটালিয়নের টহল দলের তাড়ায় বিষ ভর্তি কাচের বৈয়ম ফেলে পালিয়ে যায় দুইজন বহনকারি। পরে পরিত্যক্ত অবস্হায় দুইটি বৈয়মের মধ্যে রাখা প্রক্রিয়াজাত ২ কেজি ৪৬৬ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে তারা। উদ্ধার বিষের মূল্য ধরা হয়েছে প্রায় ১৬ কোটি টাকা।

এব্যাপারে বিকালে বিজিবি'র ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল নাহিদ নেওয়াজ (পিএসসি, এলএসসি) গন মাধ্যম কর্মীদের কাছে ব্রিফিং করে বিষ উদ্ধারের বিষয়ে বিস্তারিত বিবরন তুলে ধরেন।

বিষ উদ্ধারের বিষয় নিশ্চিত করেছেন বিজিবির দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল আরিফুল হক। 

বিরামপুর থানার ইনচার্জ সুব্রত কুমার সরকার বলেন, বিষ উদ্ধারের বিষয়ে শুনেছি। তবে সন্ধ্যা পর্যন্ত বিজিবি থানায় কোন লিখিত অভিযোগ জানায়নি।

মন্তব্য ( ০)





  • company_logo