• সমগ্র বাংলা

নারী আন্দোলনের দাবীনামা পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা
  • ০৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:০৫:২০

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ রোববার সকালে রংপুর এনজিও ফোরাম মিলনায়তনে নারীদের উন্নয়নে সকল ধরনের প্রতিবন্ধকতা দুর করে নারীদের এগিয়ে নিতে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়।লালমনিরহাটের বেসরকারি উন্নয়ন সংস্থা ফিডা'র নির্বাহী পরিচালক ও দুর্বার নেটওয়ার্কের রংপুর বিভাগের সভাপতি ফিরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন নারীপক্ষের কেন্দ্রীয় কমিটির নারীর অর্থনৈতিক অধিকার কর্মসূচির পরিচালক রওশন আরা বেগম।বিশেষ অতিথি ছিলেন প্রকল্প ব্যবস্থাপক অ্যাডভোকেট ফেরদৌসী বেগম, প্রকল্প ব্যবস্থাপক নাজমুন্নাহার। 

কর্মশালায় নারীর স্বাস্থ্য, ইহজাগতিক রাষ্ট্র, ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি, সহিংসতামুক্ত নারীর জীবন,নারীর অর্থনৈতিক অধিকার, নারীর রাজনৈতিক অধিকার, প্রান্তিক পর্যায়ে নারীর অধিকার, শিক্ষা ও প্রশিক্ষণ,জলবায়ু ও পরিবেশগত ন্যায়বিচার বিষয়ে পর্যালোচনা হয়।কর্মশালায় লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী,রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সমাজকর্মী ও সুশীল সমাজের লোকজন অংশ নেয়। 

মন্তব্য ( ০)





  • company_logo