• স্বাস্থ্য

অজ্ঞাত পোকার কামড়ে অসুস্থ শতাধিক শ্রমিক

  • স্বাস্থ্য
  • ২৬ জুলাই, ২০২৪ ১৭:৫৮:৩৮

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে পানিতে পাট কাটতে গিয়ে শতাধিক শ্রমিকের গায়ে ফুসকা পড়ে ঘা সৃষ্টি হওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। সঠিকভাবে রোগ নির্ণয় ও চিকিৎসা না হওয়ায় অজ্ঞাত পোকার কামড়ে এ রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ভূগছেন অনেকে।

এলাকাবাসী ও আক্রান্ত রোগীদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব ও মনশ্বর গ্রামের প্রায় শতাধিক শ্রমিক ১০/১২দিনে আগে অন্যের পাটক্ষেতে পানিতে পাট কাঁটার সময় এক ধরনের ছোট ছোট লাল ও কালো পোকা গায়ে উঠে কামড় দেয়। কিছুক্ষনের মধ্যে তা পুরো শরীরে জ্বল জ্বলে হয়ে ফুসকা পড়ে যায়। এ ফুসকায় প্রচুর ব্যথা শুরু হয়। আসতে আসতে বড় ধরনের ঘায়ের সৃষ্টি হয়। দীর্ঘদিন চিকিৎসা করার পরও ভাল হচ্ছেনা। আবার অনেকের ঘা শুকে গেলেও চুলকানি কমছে না।

উপজেলার সুখদেব গ্রামের আঃ কাদেরের ছেলে আনিছুর রহমান(৫৫), কৈলাশ চন্দ্র রায়ের ছেলে সুবাস চন্দ্র(৪৫), কাশেম আলীর ছেলে আলাল মিয়া(৬০), মনশ্বর গ্রামের মকবুল হোসেনের ছেলে রুহুল আমিন(৪০), পাড়া মৌল্লা গ্রামের আবু মিয়ার ছেলে খয়বর আলী(৬০), মনশ্বর গ্রামের আব্দুলের ছেলে সাহেব আলী(৬৫), আবু তাহেরের ছেলে আতিকুর(৩৫),পাড়ামৌল্লা গ্রামের হাসেন আলীর ছেলে নুরআলম(৩২),সুখদেব গ্রামের ময়জুদ্দির ছেলে আঃরশিদ(৫৫), জামালউদ্দিনের ছেলে আবু বক্কর(৭০),ইয়াছিন আলী (৪০), ইউনুছ আলী (৫৫),ছমছেল হকের ছেলে নুরুজ্জামান(৪৬), ছহির উদ্দেনের ছেলে শফিকুল ইসলাম(৪০),মাহাম্মদ আলীর ছেলে জব্বার আলী((৫৫),মহির উদ্দিনের ছেলে লাভুমিয়া((৪০), ওয়াহেদ আলীর ছেলে ফকরুল ইসলাম(৩৮), আছিরউদ্দিনের ছেলে সাহাবউদ্দিন((৫৬), আম্বার আলীর ছেলে আমিনুর ইসলাম(৪৫),ময়জুদ্দিনের ছেলে আঃরহিম(৩৮) ও আবুল হোসেন(৫৫)সহ এ অজ্ঞাত আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছেন।

এদের মধ্যে অনেকে রাজারহাট ও কুড়িগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তবে চিকিৎসক সঠিকভাবে রোগ নির্ণয় করতে না পারায় ও প্রাথমিক চিকিৎসা ছাড়া অন্য কোন উন্নত চিকিৎসা দিতে না পারায় তারা এখনো অসুস্থ রয়েছেন বলে জানিয়েছেন। রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃমিজান বলেন, কি কারণে এ রোগ দেখা দিয়েছে তা জানাযায়নি। তবে এ ধরনের দুই/একজন রোগী পেয়েছি। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরবর্তী তারা আর চিকিৎসা নিতে আসেনি।

এ ব্যাপারে রাজারহাট উপজেলা উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ্ আল নোমান বলেন, কিছু ছিু পাট ক্ষেতের পাট গাছের পাতার নীচে এক ধরনের পোকা দেখা গেছে। পাট কাটতে গিয়ে ওই পোকার আক্রমণ করলে  এ রোগের সৃষ্টি হয়। এ পোকার নাম কিংবা রোগ নির্ণয় করা সম্ভব হয়নি। আমরা বিষয়টি বিআরডিসিকে অবগত করেছি। 

মন্তব্য ( ০)





  • company_logo