ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ সময়ের সেরা পেসারদের একজন পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি। সেই তাকেই এবার ছাড়িয়ে গেছেন ওমানের পেসার বিলাল খান। আফ্রিদির রেকর্ড নিজের করে নিয়েছেন এই ৩৭ বছর বয়সি পেসার। ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেটের মাইলফলক নিজের করে নিয়েছেন এই পেসার।
ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেটের মাইলফলক গড়তে আফ্রিদি যেখানে খেলেছেন ৫১ ম্যাচ সেখানে তার চেয়ে দুই ম্যাচ কম খেলেই এই কীর্তি গড়েছেন বিলাল। বুধবার নামিবিয়ার বিপক্ষে ম্যাচে ৩ উইকেট নেওয়ার পথে এই কীর্তি গড়েন বাঁহাতি এই পেসার।
এর আগে পেসারদের মধ্যে দ্রুততম ১০০ উইকেটের কীর্তি ছিল অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের। ৫২ ম্যাচে এই কীর্তি গড়েছিলেন তিনি। তবে তাকে পরে ছাড়িয়ে যান আফ্রিদি। এবার সেই তাকেও ছাড়িয়ে গেলেন বিলাল।আফ্রিদিকে ছাড়িয়ে গেলেও অবশ্য বোলারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করতে পারেননি বিলাল। পেস ও স্পিন মিলিয়ে বিলাল এই কীর্তি গড়েছেন তৃতীয় দ্রুততম বোলার হিসেবে।
এই তালিকায় সবার ওপরে নেপালের স্পিনার সন্দিপ লামিছানে। ৪২ ম্যাচে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এরপর অবস্থানে আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানের। ৪৪ ইনিংসে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
বুধবার স্কটল্যান্ডের ডান্ডিতে আইসিসি মেন’স ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর ম্যাচে ৯৮ উইকেট নিয়ে বোলিং শুরু করা বিলাল ৩ উইকেট নিয়ে এই কীর্তি গড়েন। বিলাল কীর্তির দিনে ৯ উইকেটে ১৯৬ রান তোলে নামিবিয়া। জবাবে রান তাড়ায় ৫ বল বাকি থাকতে চার উইকেটের জয় পায় ওমান।
তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাটের পাশাপ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে দুই বছরের স...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেট ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ চুল ও দাড়ি কেটে মানুষকে আকর্ষন...
মন্তব্য ( ০)