• শিশু সংবাদ

নওগাঁয় ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত

  • শিশু সংবাদ
  • ২৫ জুলাই, ২০২৪ ১২:০৩:৩১

ছবিঃ সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ইট বোঝাই  ট্রাক্টরের ধাক্কায় সিফান হোসেন (৬) নামের এক শিশুর মৃৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ২৫ জুলাই) সকালে সদর উপজেলার কাদিমপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু কাদিপুর গ্রামের মুমিন হোসেনের ছেলে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন- সকালে বাড়ির সামনে খেলা করছিলো শিশুটি।

একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় ইট বোঝাই একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এটে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। ওসি আরও জানান, ঘটনার পর ট্রাক চালক ও হেলপারকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। এবিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য ( ০)





  • company_logo