• সমগ্র বাংলা

দিনাজপুরে কোটা নিয়ে দিনভর পাল্টাপাল্টি কর্মসূচি 

  • সমগ্র বাংলা
  • ১৭ জুলাই, ২০২৪ ১৭:৩৪:১৪

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ কোটার পক্ষে এবং বিপক্ষে আজ বুধবার দিনভর পালিত হয়েছে পাল্টাপাল্টি কর্মসূচি । তবে কোথাও কোন অপ্রীতির ঘটনার খবর পাওয়া যায়নি।

ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি অনুযায়ী দুপুরের দিকে দিনাজপুরের জেলা শহরসহ উপজেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে কোটা বিরোধীরা। জেলা শহরের মুন্সিপাড়ায়  লিলি মোড়ে সমাবেত হয়ে শহরের প্রধান সড়কে বিভিন্ন শ্লোগানসহ বিক্ষোভ করেছে কোটা বিরোধী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

অন্যদিকে মুক্তিযোদ্ধা কোটা চলমান রাখার দাবিতে এর আগে দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ব্যানারে যৌথভাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

বিকাল ৩ টার দিকে প্রতিকি কফিন নিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি   বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ করেছে কোটা বিরোধীরা। কোটা প্রথা সংশোধন এবং কোটা নিয়ে আন্দোলনে নিহতের ঘটনায় বিচার দাবিসহ বিভিন্ন শ্লোগান দেয় তারা। বিক্ষোভ শেষে কোটা আন্দোলনে নিহতদের আত্বার মাগফেরাত কামনায় বিশ্ব বিদ্যালয়ের প্রবেশ পথের সামনে গায়েবানা মোনাজাতে অংশ নেন তারা। 

এদিকে হলত্যাগের নির্দেশ অনুযায়ী বিকাল ৩ টার পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ত্যাগ করতে দেখা গেছে কিছু সংখ্যক শিক্ষার্থীকে। 

মন্তব্য ( ০)





  • company_logo