• স্বাস্থ্য

চমেক হাসপাতালে সেপ্টেম্বরে শুরু হবে বার্ন ইউনিটের কাজঃ স্বাস্থ্যমন্ত্রী

  • স্বাস্থ্য
  • ০৬ জুলাই, ২০২৪ ২১:৪৪:৩৫

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধিঃ স্বাস্থ্যমন্ত্রী ডা: সামান্ত লাল সেন বলেছেন,আগামী সেপ্টেম্বরে শুরু হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাপতালে বার্ন ইউনিটের কাজ। যা ভিস্তি প্রস্তর স্থাপন করবেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। ১৫০ শর্যার বিশেষায়িত বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারী ইউনিটের নির্মানকাজ শুরু করবে চীনের অর্থায়নে।

১৫০ শর্যার সার্জারী ইউনিট নির্মানে ব্যয় হবে ২৮৫ কোটি টাকা। এর মধ্যে চীন সরকার অনুদান দেবে ১৮০ কোটি টাকা ,বাকী ১০৫ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার। শনিবার ৬জুলাই চমেক পেয়ারা বাগান এলাকায় প্রস্তাবিত প্রকল্প পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী ডা: সামান্ত লাল সেন সাংবাদিকদের এ তথ্য জানান।

সুত্র জানায় শিশুদের জন্য ৫টি সহ মোট ২০টি বার্ন আই সি ইউ বেড ২৫টি এইচ,ডি ইউ বেড এবং ৩টি অত্যাধুনিক অপারেশন থিয়েটর থাকবে। আগামী সেপ্টেম্বরে নির্মান কাজ শুরু হয়ে ২বছরের মধ্যে শেষ করার কথা রয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo