ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপজুড়ে এবার চলছে বৃষ্টির চোখরাঙানি। গ্রুপ পর্বে বৃষ্টির বাগড়ায় বেশ কয়েকটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। একইভাবে সুপার এইট এবং সেমিফাইনালেও বৃষ্টির কারণে ম্যাচ বিলম্বিত হয়েছে। শনিবার (২৯ জুন) ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের। তবে এই ম্যাচেও পিছু ছাড়বে না বৃষ্টি।
আকু ওয়েদারের তথ্য অনুযায়ী, শনিবার বার্বাডোজে খেলার সময় আকাশ মেঘলা থাকবে। এদিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ৪৭ শতাংশ। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় খেলা শুরু হওয়ার কথা। এ সময় তিন মিলিমিটার বৃষ্টি হতে পারে। আর্দ্রতা থাকবে ৭৮ শতাংশ। তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস।
দুপুরের দিকে তাপমাত্রা ও বৃষ্টির সম্ভাবনা দুটিই কিছুটা কমবে। তবে সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ফের বাড়বে। আর্দ্রতাও বাড়বে।
ফাইনালের জন্য রিজার্ভ ডে রয়েছে। যদি বৃষ্টির কারণে শনিবার খেলা সম্পন্ন করা সম্ভব না হয়, তাহলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডে’তে। রিজার্ভ ডে’তেও অবশ্য বৃষ্টির সম্ভাবনা আছে। যদি বৃষ্টিতে রিজার্ভ ডে’তেও খেলা শেষ না করা যায়, তাহলে দুদলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
যদি ম্যাচ টাই হয় এবং সুপার ওভারে গড়ায়, তবে বৃষ্টির কারণে সুপার ওভার না হয়-সেক্ষেত্রেও দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট ...
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বোরো বীজের বরাদ্দে নেই কো...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দোতলা ভবনের এক...
মন্তব্য ( ০)