ছবিঃ সিএনআই
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পবিত্র ঈদুল আজহার ১২ দিনব্যাপী ছুটি শেষে আজ মঙ্গলবার (২৫ জুন) থেকে নিয়মিত ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে।
তবে ক্লাস-পরীক্ষা শুরুর দিনই পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন বাকৃবির শিক্ষকরা যা আগামী বৃহস্পতিবার (২৭ জুন) পর্যন্ত চলবে।
এছাড়া বাকৃবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তানভীর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানা যায়, আগামী ২৬ ও ২৭ জুনও প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। এছাড়া রবিবার (৩০ জুন) পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। তবে শুধুমাত্র ফাইনাল পরীক্ষাসমূহ কর্মবিরতি কর্মসূচির আওতামুক্ত থাকবে।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, ২৭ জুন পর্যন্ত বাকৃবির সকল শিক্ষক সম্মিলিতভাবে অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন। এছাড়া ৩০ জুন পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। যদি ৩০ জুনের মাঝে শিক্ষকদের দাবি পূরণ না হলে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করে ১ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করা হবে।
এর আগে গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় কর্তৃক সার্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হলে তখন থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে আন্দোলন করে যাচ্ছিল বাকৃবির শিক্ষক সমিতি। দাবি আদায় না হওয়ায় আজ থেকে তারা আবারও অর্ধদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে যা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলমান থাকবে।
নড়াইল প্রতিনিধি: নড়াইলে নব নিযুক্ত এসপি ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বন্ধুর হাতে রা...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক ...
মন্তব্য ( ০)