• শিক্ষা

পবিপ্রবির ২৪ তম বিশ্ববিদ্যালয় দিবসে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা  

  • শিক্ষা
  • ০১ জুলাই, ২০২৪ ২০:১০:৪৫

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি)  ২৪ তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোমবার (৮ জুলাই) পবিপ্রবিতে দিনব্যাপী ২৪ তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে। সোমবার (৩০ জুলাই) রাতে  উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত'র অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৪ তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে  সোমবার (৮ জুলাই) সকাল ১০ টায় পবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয় পতাকা স্তম্ভে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, ১০টা ১৫ মিনিটে একাডেমিক ও প্রশাসনিক ভবনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুর‍্যালে উপাচার্যের পুষ্পস্তবক অর্পণ, ১০ টা ৩০ মিনিটে একাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালী, ১০ টা ৪৫ মিনিটে একাডেমিক ভবনের সামনে কেক কাটা এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। 

মন্তব্য ( ০)





  • company_logo