• রাজনীতি

মানুষ ঠিক ভাবে ঈদ উৎযাপন করতে পারছে না: জিএম কাদের

  • রাজনীতি
  • ১৭ জুন, ২০২৪ ১৪:০৮:০৬

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো: জাতীয় পাটির চেয়ারম্যান বলেছেন মানুষ ঠিক ভাবে ঈদ উৎযাপন করতে পারছে না। কারন মানুষের কাছে টাকা নেই।তিনি বলেন সব জিনিসের দাম বৃদ্ধি।আমাদের দেশের অর্থনীতিতে বড় ধরনের সংকট ও বিপর্যয় চরম আকার ধারন করছে।আমাদের প্রতিবেশি দেশ এলাকার সেন্টমাটিন সেখানে মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না।দীর্ঘদিন থেকে হামলা চালিয়ে যাচ্ছে।আমাদের দেশে জোর করে ঢুকে পড়ছে।

বৃষ্টির কারনে রংপুর নগরীর কেন্দ্রীয় কালেক্টরেট ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল-আযহার নামাজ আদায় করতে পারেনি ধর্মপ্রাণ মুসলমানরা।সকাল ৮ টায় ঈদের প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে কাচারী বাজার মডেল মসজিদে। ৫ স্তরের নিরাপত্তায় সিসি ক্যামেরা্ বসানে হয়েছে রংপুর নগরীতে।প্রবেশ গেটে করা হচ্ছে তল্লাসী।এতে ইমামতি করছেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. বায়েজীদ হোসাইন।রংপুর সিটি করপোরেশন ও জেলা প্রশাসন বলছেন,দুই পযায়ে জামাত অনুষ্টিত হয় মসজিদে।তবে রংপুর জেলার ৮ উপজেলায় ঈদের জামাত অনেক স্থানে মাঠে অনুষ্ঠিত হয়েছে।তবে বৃষ্টির কারনে রংপুর নগরীর কাচারীবাজার মডেল মসজিদ ও কোরামতিয়া মসজিদসহ প্রায় ৬ হাজার মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

রংপুর নগরীর প্রধান মডেল মসজিদে পবিত্র ঈদুল-আযহার নামাজ আদায় করছেন রংপুর-৩ সদর আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের(এমপি),রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন,জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান,পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের মুসল্লিরা অংশ গ্রহন করছেন।সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত নামাজ আদায় করা হয়েছে।নামাজের পর কোরবানী করছেন
মুসল্লিরা।
এদিকে সকাল সাড়ে ৭টায় নূরপুর কেন্দ্রীয় জামে মসজিদ, আশরাফিয়া জামে মসজিদে সকাল ৮টায় ঈদ
জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া জেলার সবচেয়ে বড় কেরামতিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের
জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে কেরামতিয়া মসজিদে সকাল ৮টা ও
সকাল ৯টায় দুই ধাপে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা।
রংপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা ছাড়াও জেলার পীরগাছা, কাউনিয়া, মিঠাপুকুর,
তারাগঞ্জ, পীরগঞ্জ, বদরগঞ্জ ও গংড়াচড়া উপজেলায় পাড়া-মহল্লাভিত্তিক মসজিদ ও ঈদের
নামাজ আদায়ের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।তবে বৈরী আবহাওয়ায় ঈদগাহের পরিবর্তে বেশির ভাগ
ঈদ জামাত মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রমতে,রংপুর মহানগরসহ আট উপজেলায় ছোট-বড় মিলে প্রায় ৬ হাজার
তালিকাভুক্ত মসজিদ রয়েছে।এ ছাড়া কিছু মসজিদ এবং নির্মাণাধীন নতুন মসজিদ রয়েছে, যা এখনো
তালিকাভুক্ত হয়নি।এবার ঈদুল আজহার জামাত বাংলাদেশে শান্তি-সমৃদ্ধি ও বিশ্ব মুসলিম উম্মাহর
ঐক্য-সম্প্রীতি কামনায় মোনাজাতে গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া ঈদের দিন হাসপাতাল,এতিমখানা,কারাগার ও শিশু পরিবারগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা
হচ্ছে।

মন্তব্য ( ০)





  • company_logo