• শিক্ষা

নওগাঁয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • শিক্ষা
  • ০৯ জুন, ২০২৪ ১৬:০৪:০১

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” স্লোগান নিয়ে গতকাল রোববার নওগাঁয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) নওগাঁ সমন্বিত জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক স্তরের  গ্রুপ পর্যায়ের দুর্নীতি প্রতিরোধবিষয়ক এ  প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পক্ষ দল হিসেবে নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবং বিপক্ষ দল হিসেবে নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয় দল অংশ নেয়। বিতর্কের বিষয় ছিল ‘সামাজিক আন্দোলনেই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার একমাত্র উপায়’। বিতর্ক প্রতিযোগিতায় নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়। সেরা বিতার্কিক নির্বাচিত হয় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের আদিবা খানম।

বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু।

অন্যদের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, দুদক সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর সহকারী পরিচালক তানভীর আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান প্রমুখ।

মন্তব্য ( ০)





  • company_logo