• সমগ্র বাংলা

গাজীপুরের কালীগঞ্জে প্রণোদনা পেলেন ৪শ কৃষক

  • সমগ্র বাংলা
  • ০৬ জুন, ২০২৪ ২২:২৮:০৯

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক ৪০০ জন কৃষক বিনামূল্যে পেলেন কৃষি প্রণোদনা। প্রত্যেক কৃষককে দেওয়া হয়েছে ৫ কেজি রোপা আমন উফশী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে উপজেলার পরিষদ চত্বরে কৃষকের মাঝে এই ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। 

কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি।

উপজেলা নির্বাহী অফিসার এস. এম. ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম। এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, স্থানীয় কৃষক ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ধানের উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় ৪০০ কৃষকের প্রত্যেককে বিনামূল্যে এই প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়।

এদিকে ফলে পুষ্টি, অর্থ বেশ-স্মার্ট কৃষির বাংলাদেশ- প্রতিপাদ্যে একই দিনে কালীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বরে একই সময় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান প্রধান অতিথি হিসেবে ফল মেলার উদ্বোধন করেন।

মন্তব্য ( ০)





  • company_logo