• সমগ্র বাংলা

দ্বৈত নীতির প্রতিবাদে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নানা কর্মসূচি পালন

  • সমগ্র বাংলা
  • ০৬ জুন, ২০২৪ ২২:২৪:৩৩

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈত নীতি ও বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার (৬ জুন) বেলা সাড়ে ১০টায় পাবনার চাটমোহরে সমিতির কার্যালয়ের সামনে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা প্রতিটি কর্মস্থলে কর্ম পরিবেশ সৃষ্টি করা ও চাপ প্রয়োগ করে ৮ ঘণ্টার বেশি কাজ না করানোর দাবি জানান। এ সময় বক্তব্য দেন, পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর এজিএম (আইটি) সামিরুল ইসলাম, জুনিয়র ইন্জিনিয়ার হাসানুজ্জামান, জুনিয়র ইন্জিনিয়ার নাইমুর রশিদ, ওয়ারিং ইন্সপেক্টর আবু হেলাল, লাইন টেকনিশিয়ান তারাজুল ইসলাম, লাইনম্যান গ্রেড ১ সাজেদুল ইসলাম, লাইনক্রু মেহেদি হাসান ও লাইনম্যান আক্তার হোসনসহ আরও অনেকে।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এজিএম (ও এন্ডএম) ইসরাফিল ইসলাম মিলন, এজিএম (এমএস) সাকিরুল ইসলাম সহ সকল সুপার ভাইজার, লাইনক্রুগণ ও অনন্য কর্মকর্তা-কর্মচারী। এর আগে বোর্ডের দ্বৈত নীতি ও বৈষম্য সৃষ্টির কারণে অতিরিক্ত কাজের চাপে বৈদ্যুতিক দুর্ঘটনা এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে নিহত সকল লাইনক্রু, মিটার রিডার কাম ম্যাসেঞ্জারসহ অন্যান্য সকল পদের নিহতদের স্মরণে শোকসভা, গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য ( ০)





  • company_logo