• সমগ্র বাংলা

কুড়িগ্রামে পুরোহিত সেবায়েত দক্ষতা বৃদ্ধিকরণে ৯ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

  • সমগ্র বাংলা
  • ০৬ জুন, ২০২৪ ২২:২০:১৫

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত সেবায়েত দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কুড়িগ্রামে ৯দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম দক্ষিণপাড়া মন্দির চত্বরে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর সম্মানিত ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্তীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মেঘলা চৌধুরী, জেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি রবি বোস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এসএম ছানালাল বক্সী, সাংবাদিক শ্যামল ভৌমিক প্রমূখ।

৯দিন ব্যাপী এ প্রশিক্ষণে হিন্দু আইন ও পুজা পদ্ধতি, ভূমি আইন আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ, খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য সেবা বিষয়ে এ প্রশিক্ষণ প্রদান করা হবে।

মন্তব্য ( ০)





  • company_logo