• সমগ্র বাংলা

নতুন ঘর নির্মাণ করাই কাল বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু 

  • সমগ্র বাংলা
  • ০৫ জুন, ২০২৪ ১৯:২৩:১৬

প্রতীকী ছবি

রংপুর ব্যুরো: রংপুরের বদরগঞ্জের মধুপুরে এসএসসি পরীক্ষার্থীর বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুর ঘটনা ঘটেছে।এঘটনায় ওই পরিবারসহ গ্রামে শোকের ছায়া বইছে।স্থানীয়রা বলছেন মেধাবী শিক্ষাথী ছিলে এই গ্রামে আর এই ভাবে তার মৃত্যু হলে এটা মেনে নেওয়া যায় না।

বাবার একমাত্র মেয়ে উম্মে কুলসুমের বসবাসের জন্য নতুন ঘর নির্মাণের কাজ করছিল শ্রমিকরা। বাড়ির অন্যরাও ভাঙা ঘরের মালামাল সরানো নিয়ে ছিলেন ব্যস্ত সবাই। কিন্তু নতুন ঘর নির্মাণই কাল হয়ে দাঁড়াবে বাড়ির সবচেয়ে আদরের একমাত্র মেধাবী মেয়েটির জন্য। বিদ্যুতের ছেড়া তারে আদরের সন্তানের জীবন প্রদীপ  নিভিয়ে যাবে এমনটা কেউ কল্পনাও করতে পারেনি।

ঘরের বেড়ার সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  মর্মান্তিক মৃত্যুর এ ঘটনাটি ঘটে বুধবার (৫জুন) দুপুরে রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের এরশাদব্রিজ সংলগ্ন মাস্টারপাড়ায়।তার পিতার ওবায়দুল হক। সে পরিবারের একমাত্র কন্যা সন্তান। তার বড় দুই ভাই রয়েছে। সে মধুপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের স্বজন ও এলাকাবাসী সুত্রে জানা যায়,পুরাতন ঘর ভেঙে নতুন বাড়ী নির্মাণের কাজ চলছিল। সেই ঘরেই ওঠার কথা ছিল উম্মে কুলসুমের। আগেই বিদ্যুতের ছেড়া তার টিনের ঘরের সঙ্গে সংযুক্ত হয়েছিল সেটা কেউ যানতে পায়নি।এ সময় মোবাইলে চার্জ দেওয়ার  সময় বিদ্যুতায়িত হন উম্মে কুলসুম। এতে ঘটনাস্থলে সে গুরুতর আহত হন। পরে বিষয়টি জানতে পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বদরগঞ্জ হাসপাতালে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাকীর মোবাস্বীর জানান, হাসপাতালে নেওয়া আগেই মেয়েটির মৃত্যু হয়।আমাদের কিছু করার নেই।

বদরগঞ্জ থানার ওসি আবু হাসান কবির বলেন, বিষয়টি জানতে পেরেছি। কোন অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকছেদুল হক বলেন, উম্মেকুলসুম ক্লাসের মধ্যে সবচেয়ে মেধাবি্ ও ভালো শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে সহপাঠীরা হতবাক হয়েছে। আমরা বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারটির প্রতি সমবেদনা জানাই।

মন্তব্য ( ০)





  • company_logo