• সমগ্র বাংলা
  • লিড নিউজ

উপজেলা পরিষদ নির্বাচন ৪র্থ ধাপ: ফরিদপুরে চলছে দুই উপজেলায় নির্বাচন

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ০৫ জুন, ২০২৪ ১৪:৪৫:৩৭

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলে ও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়ছে।  বুধবার (৫ জুন)। এ দুই উপজেলার ১১৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতহীন ভাবে ভোট গ্রহণ চলবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় ১৪জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ১২জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। যেখানে বোয়ালমারীতে ৭৮টি ও আলফাডাঙ্গা উপজেলায় ৪০টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।

শেষ ধাপে দুই উপজেলায় একজন তৃতীয় লিঙ্গের ভোটারসহ ৩ লাখ ৭ হাজার ১৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রামানন্দ পাল জানান,  জেলার দুইটি উপজেলা ১১৮টি কেন্দ্রে ৩ লাখ ৭ হাজার ১৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।   প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীন র‌্যাব, বিজিবিসহ স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করছে।  কেন্দ্রে পুলিশসহ আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে।  

মন্তব্য ( ০)





  • company_logo