• সমগ্র বাংলা

আজ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচন

  • সমগ্র বাংলা
  • ০৫ জুন, ২০২৪ ১৩:০৪:৫৪

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে, টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচন বুধবার ৫জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

১টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন পরিষদ, নিয়ে গঠিত এ উপজেলায় চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন, ইঞ্জিনিয়ার কেএম গিয়াস উদ্দিন 'দোয়াত কলম', মোঃ আইয়ুব খান 'হেলিকপ্টার', আব্দুল মোমেন 'ঘোড়া' বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল আলম 'আনারস' প্রতীকে, মোঃ মাহমুদুল হাসান 'কাপ পিরিচ' মো. খাইরুল ইসলাম 'মোটরসাইকেল' প্রতীকে নির্বাচন করছেন। মো. খাইরুল ইসলাম সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

৮২টি ভোট কেন্দ্রে ২লাখ ৩১ হাজার ৩৬০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার  ১লাখ ১৬হাজার ১০৫জন, মহিলা ভোটার ১লাখ ১৫হাজার ২৫৪ জন এবং তৃতীয় লিঙ্গের ১জন  ভোটার রয়েছে।

ভাইস-চেয়ারম্যান পদে মো. মারুফ হাসান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোসা. হোসেন আরা বেগম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মন্তব্য ( ০)





  • company_logo