প্রতীকী ছবি
রংপুর ব্যুরোঃ রংপুরের গঙ্গাচড়ার আলমবিদিতর ব্রহ্মত্ত বালাপাড়া গ্রামে শুকতারা বেগম(৩৫)নামের এক গৃহবধুকে জবাই করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ।পুলিশ বলেছন হত্যার পর স্বামী পলাতক। পুলিশ ধারনা করছেন হত্যাকারী স্বামী মাহবুব হাসান সরকার রাহাদ।তবে হত্যাকারীকে মোবাইল ফোনে যোগাযোগ ও লোকেশনের ট্রেচিং করা হচ্ছে।তবে হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
মঙ্গলবার (৪ জুন) দুপুরে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ব্রহ্মত্ত বালাপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শুকতারা ওই এলাকার মাহাবুব হাসান রাহাত ওরফে বল্টুর স্ত্রী। তার বাবার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর সদর এলাকায়। ঘটনার পর থেকে বল্টু পলাতক।স্থানীয়রা জানান, প্রায় ১৬ বছর আগে শুকতারার সঙ্গে বল্টুর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের নবম শ্রেণিতে পড়ুয়া এক ছেলে সন্তান রয়েছে।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি নারী সদস্য মল্লিকা আক্তার জানান, পরশু বল্টুর মা ও তার ছেলে রংপুরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বাড়িতে তারা স্বামী-স্ত্রী দুজনে ছিলেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে বল্টু একা বাড়ি থেকে বের হয়ে যান। এরপর দীর্ঘসময় ধরে শুকতারা বাড়ির বাইরে বের না হওয়ায় প্রতিবেশীরা তার খোঁজে ঘরে ঢুকে বিছানায় গলা ও হাতকাটা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে গঙ্গাচড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।মল্লিকা আক্তার আরও জানান, মাহাবুব হাসান রাহাত ওরফে বল্টু মাদকাসক্ত ছিলেন। তিনি আলমবিদিতর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনছুর আলী সরকারের নাতি।
রংপুর গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, শুকতারার গলা ও হাতকাটাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর হয়েছে।শুকতারার স্বজনদের খবর দেওয়া হয়েছে।তারা আসলে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রংপুরের জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসেন মোহাম্মদ রায়হান বলছেন মধ্যরাতে স্বামী স্ত্রী দ্বন্দ্বে এ হত্যাকান্ড ঘটেছে।ঝগড়ার পর শুকতারা নামের ওই গৃহবধুকে জবাই হত্যা করেছে স্বামী রাহাদ।নিহত শুকতারার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহতের রিপোট প্ওয়া গেলে আসল রহস্য উৎঘটন করা যাবে ।হত্যার ঘটনার তদন্ত করা হচ্ছে।
স্বাস্থ্য ডেস্কঃ এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত ...
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের মেরিনড্রাইভ সড়...
পাবনা প্রতিনিধিঃ বিলের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে...
নওগাঁ প্রতিনিধি: খেলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ল...
মন্তব্য ( ০)