ছবিঃ সিএনআই
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় বিচারিক সেবা সাধারন মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে জেলায় গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে জেলার ৪০ টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের সাথে এ সম্বন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বক্তব্যে বলেন সাধারন মানুষকে হয়রানির হাত থেকে রক্ষা করতে গ্রাম আদালতের মাধ্যমে জনগনকে দেওয়ানী ও ফোজদারী কার্যবিধির ২৭ ধরনের বিচারিক সেবা নিশ্চিত করতে ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের তাদের দায়িত্ব সম্পর্কে অবহিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের পরিচালক আব্দুর রহমান ও ভারপ্রাপ্ত উপ- পরিচালক শারমিন আক্তার। ডিস্ট্রিক্ট ম্যানেজার আসাদুজ্জামান সহ উপস্থিত ছিলেন অত্র জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ এবং উপজেলা সমন্বয় কারীগণ।
স্বাস্থ্য ডেস্কঃ এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত ...
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের মেরিনড্রাইভ সড়...
পাবনা প্রতিনিধিঃ বিলের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে...
নওগাঁ প্রতিনিধি: খেলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ল...
মন্তব্য ( ০)